হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে আবুল ফয়েজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মৃত আবদুল্লাহর ছেলে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

জানা গেছে, উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নিহত আবুল ফয়েজের ছেলে ইসমাইলের সঙ্গে সন্ত্রাসীদের বিরোধ ছিল। এর জের ধরে সন্ত্রাসীরা ইসমাইলকে নানাভাবে হুমকি প্রদান করে আসছিল। শনিবার মধ্যরাতে ইসমাইল তার বাবাকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা শেষে ঘরে ফিরছিল। 

পথে ইসমাইলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। এতে লক্ষ্যভ্রষ্ট হলে তার বাবা গুলিবিদ্ধ হয়। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ আবুল ফয়েজকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইরফান ইউছুপ আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল