হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে পাহাড় থেকে বনকর্মীসহ ১৯ শ্রমিক অপহৃত, উদ্ধারে চলছে যৌথ অভিযান

কক্সবাজার প্রতিনিধি

পাহাড়ে চারা রোপণ করতে গিয়ে অপহৃত ১৯ জন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বন বিভাগের বাগান থেকে বনকর্মীসহ ১৯ জন শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাঁদের অপহরণ করা হয়।

অপহৃতদের মধ্যে তিনজন বনকর্মী ও ১৬ জন শ্রমিক। তাঁদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, সকালের দিকে হ্নীলা জাদিমোরা পাহাড়ে জঙ্গল পরিষ্কার ও বিভিন্ন গাছের চারা রোপণ করতে যান ১৯ জন বনকর্মী ও শ্রমিক। কাজ করার সময় অস্ত্রধারীরা তাঁদের অপহরণ করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন। তাঁদের উদ্ধারে পাহাড়ে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, নিয়মিত বাগান পরিচর্যার অংশ হিসেবে বন বিভাগের লোকজন পাহাড়ে কাজ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছে তাঁরা। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র‍্যাব ও বন বিভাগসহ স্থানীয় লোকজন পাহাড়ে অভিযান চালাচ্ছে।

জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বিষয়টি জানার পরই আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম কাজ করছে।’

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ দুপুরে সীমান্ত পরিস্থিতি পরিদর্শনে টেকনাফ এসেছেন।

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ