হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনে ধরা পড়ল ১৫০ কেজির বিরল বোল মাছ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ। আজ শনিবার সকালে মাছটি ধরা পড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিনের ডেইলপাড়া ঘাটে বাজারে মাছটি তোলেন ট্রলারের মাঝি রশিদ মিয়া। এ সময় বিশাল মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় করেন। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল। 

সেন্ট মার্টিন মৎস্য শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, শুক্রবার রাতে রশিদ মাঝির নেতৃত্বে ১০-১২ জন মাঝিমাল্লা মাছ ধরতে রওনা হন। তাঁরা সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে জাল ফেলেন। সেখানে তাঁদের জালে উঠে আসে বোল মাছটি। 

মাঝি রশিদ মিয়া বলেন, এত বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছ পেয়ে যেমন খুশি, তেমনি দাম পেয়েও সন্তুষ্ট আমরা।  

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মাছটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫০ কেজি ওজনের বোল মাছ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। মাছটি বাজারে ওঠার খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় করেছিল। 

এর আগে ২০১৮ সালের ১৩ জানুয়ারি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে বড়শিতে ধরা পড়েছিল ৯১ কেজি ওজনের একটি বোল মাছ, যা বিক্রি হয়েছিল ৬৮ হাজার টাকায়। 

এ ব্যাপারে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই মাছ বিরল প্রজাতির। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সংরক্ষিত। এ মাছ সচরাচর ধরা পড়ে না। বছরে দু-একটি সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ধরা পড়ে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১