হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে দুই কেজি আইসসহ গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে অটোরিকশা তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় শহীদ এটিএম কক্সবাজারের রামুতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ছাইন মং থোয়াই মারমা (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে তল্লাশি চালিয়ে তাঁকে আটক ও মাদক জব্দ করা হয়। পরে এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়। 

গ্রেপ্তার ছাইন মং থোয়াই মারমা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যপাড়ার মংছাইন মারমার ছেলে। 

বিজিবি রামুর ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ছৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

ছৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচার হয়ে আসার খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশা থামার নির্দেশ দেয়। পরে গাড়িটি তল্লাশির সময় এক যুবকের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। তখন তার দেহ তল্লাশি করলে যুবকটির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। 

আটক মং থোয়াই মারমার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল