হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের পুরোনো পল্লানপাড়া এলাকায় গতকাল বুধবার রাতে কুয়েত মসজিদের পূর্ব পাশের খোলা জায়গায় একটি গ্রেনেড দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তাঁরা এসে জায়গাটি ঘিরে রাখে। সেই গ্রেনেডটি আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্থানীয় বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের একটি টিম নিষ্ক্রিয় করেছে।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলটি গ্রেনেডটিকে কৌশলে পুরোনো পল্লানপাড়া থেকে সরিয়ে এক কিলোমিটার দূরের একটি বিদ্যালয়ের মাঠে গর্ত খুঁড়ে সেখানে রেখে ধ্বংস করে দেয়।

টেকনাফ থানার ওসি (অপারেশন) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাতেই স্থানীয় লোকজনকে মাইকিং করে সতর্ক করা হয়, যাতে গ্রেনেডটির আশপাশে কেউ না যায়। তবে গ্রেনেডটি কীভাবে এসেছে সেটি কেউ জানাতে পারেনি।

টেকনাফ পৌরসভার কাউন্সিলর এনামুল হাসান বলেন, ‘রাতে আমার অফিস উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তার আগে আমার অফিসের কাছে একটি গ্রেনেডে সন্ধান মিলে। তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। তারা এসে বোমাটি ঘিরে রাখে এবং আশপাশে লোকজন চলাচল না করতে অনুরোধ করে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল অভিযান ও কৌশলের মাধ্যমে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।’

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১