হোম > সারা দেশ > কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে আজ শুক্রবার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

দুর্ঘটনায় পর্যটকসহ স্থানীয় বাসিন্দাদের প্রাণহানি রোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার দুপুরে ব্যানারে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে মহাসড়কে এই মানববন্ধন করা হয়। জামায়াতে ইসলামীর উপজেলা শাখা এই আয়োজন করে।

মানববন্ধনে প্রধান অতিথি কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের প্রধান পর্যটন এলাকা কক্সবাজার। প্রতিবছর সারা দেশের লাখ লাখ পর্যটক বেড়াতে আসেন। কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। মহাসড়কটিতে ঈদের ছুটিতে দুই দিনে দুর্ঘটনায় ১১ জন নিহত হন। তাই কক্সবাজার পর্যটক খাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নতি করতে হবে। এতে যেমন সরু সড়কে দুর্ঘটনা কমবে, তেমনি পর্যটন খাতে আমূল পরিবর্তন হবে।

জামায়াতের চকরিয়া উপজেলা শাখার আমির আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক ছৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হারবাং ইউনিয়ন জামায়াতের আমির শেখ আহমদ, হারবাংয়ের সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, জায়েদুল ইসলাম জুনাইদ সিকদার, গোলাম হাসিব মোস্তফা সাকি, বাবুল আহমদ ও রুহুল কাদের প্রমুখ।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল