হোম > সারা দেশ > কক্সবাজার

সাগর উত্তাল, সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা ফিরতে পারেনি

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে তিন দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে আটকে পড়া তিন শতাধিক পর্যটক আজ শুক্রবারও ফিরতে পারেনি। 

গত মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া শুরু হয়। কক্সবাজার সমুদ্রবন্দরে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কসংকতে জারি করে। 

টেকনাফ উপজেলা প্রশাসন এ পথে সব ধরনের নৌচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। এতে বুধবার ফেরার জন্য অপেক্ষা করা অন্তত তিন শতাধিক পর্যটক আটকা পড়ে। এঁদের মধ্যে আটকে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪০ শিক্ষক-শিক্ষার্থীও। 
 

প্রায় এক সপ্তাহ ধরে সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র উপকূলে মাছ ধরাও বন্ধ রয়েছে। এর মধ্যে অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলে নোঙর করছে। 

গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটও দেখা দিয়েছিল। তবে গতকাল দুপুরে তিনটি ট্রলারে করে সেন্ট মার্টিনে খাদ্যপণ্য পৌঁছানো হয়।

সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আটকে পড়া পর্যটকেরা যাতে কোনো সমস্যায় না পড়ে, তার জন্য তদারকি করা হচ্ছে। হোটেল-রিসোর্টগুলোও পর্যটকদের কক্ষ ভাড়ায় ছাড় দিচ্ছে। খাবারদাবারেও আপাতত কোনো সমস্যা নেই।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকদের দেখভাল করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে। 

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, এ কারণে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১