হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলি, আর্মড পুলিশ গুলিবিদ্ধ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে মো. শাহরাজ (২৫) নামে এক আর্মড পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার উপজেলার মধুরছড়া ৪ নম্বর (বর্ধিত) ক্যাম্পের এফ-ব্লকে এ ঘটনা ঘটে। 
 
 ১৪ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

গুলিবিদ্ধ মো. শাহরাজ এপিবিএনের মধুরছড়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত। 

ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, ‘রোববার ভোরে মধুরছড়া ৪-এক্সটেনশন ক্যাম্পের এফ-ব্লকে এপিবিএন পুলিশের ৯ সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। একপর্যায়ে ক্যাম্পের কাঁটাতারের বাহির থেকে ৩০ থেকে ৩৫ জন আরসা সন্ত্রাসী প্রবেশ করে অতর্কিত এপিবিএন সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। 

আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এপিবিএন সদস্য মো. শাহরাজ গুলিবিদ্ধ হন। এতে তিনি ডান ঊরু ও ডান হাতের আঙুলে আঘাত পান।’ 

তিনি আরও বলেন, ‘গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ এপিবিএন সদস্যকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।’ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান এপিবিএন এর কর্মকর্তা।

আরও পড়ুন–

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে