হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্রে গোসল করতে নেমে রোহিঙ্গা কিশোরের মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়া এক রোহিঙ্গা কিশোর পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত রোহিঙ্গা কিশোরের নাম সাইফুল ইসলাম (১৬)। 

জানা গেছে, নিহত ওই রোহিঙ্গা কিশোর উখিয়ার কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সমুদ্রে গোসল করতে নেমে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ 

বিচের কর্মীদের ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘বুধবার বিকেলে একসঙ্গে ছয় রোহিঙ্গা কিশোর সমুদ্রে গোসল করতে নামে। সেখান থেকে দুজন পানিতে ভেসে যায়। প্রথমে রায়হান নামে এক কিশোরকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর সাইফুল নামে আরেক কিশোরকে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।’ 

উল্লেখ্য, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ। পরে তাঁদের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক