হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

সড়কের পাশে উল্টে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের রামুতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

আজ সোমবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তাঁর ছেলে মোহাম্মদ রিয়াদ (১২) এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার রিমজিম বড়ুয়া (২৩)।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস ও কক্সবাজারমুখী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত সাতজন।

ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাস ও কাভার্ড ভ্যানের চালকেরা পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে