হোম > সারা দেশ > কক্সবাজার

২২ বাংলাদেশি মাঝিমাল্লাকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেন্টমার্টিনে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া ২২ মাঝিমাল্লাকে মিয়ানমারের জলসীমায় না ঢোকার নির্দেশ দিয়ে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড। 

ট্রলার মালিক সূত্রে জানা গেছে, সাগরে মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হলে গতকাল রাতে তাদের প্রচেষ্টায় চারটি ট্রলারসহ জেলেদের ফেরত দেয় মিয়ানমার নৌবাহিনী। তবে জেলেদের ব্যবহৃত ১০টি মোবাইল ফোনসেট ও গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে। 

ট্রলার মালিক আজিম বলেন, ১৩ ঘণ্টা পরে মিয়ানমার নৌবাহিনীর হাত থেকে ছাড়া পেয়ে ঘাটে পৌঁছান মাঝিমাল্লারা। 

কোস্টগার্ড সদর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, জেলেরা নিজেদের ব্যবস্থাপনায় ফিরে এসেছেন। সেখানে কোস্টগার্ডের ভূমিকা তেমন নেই। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, ১৩ ঘণ্টা পর চারটি ট্রলারসহ ২২ মাঝিমাল্লা ফেরত এসেছেন। ভবিষ্যতে জেলেদের মিয়ানমারের জলসীমায় না ঢোকার জন্য সতর্ক করে ফেরত দেওয়া হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, জেলেসহ ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলো ফেরত দেওয়া হয়েছে। সব জেলে সুস্থ রয়েছেন। 

উল্লেখ্য, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিনের পূর্ব দিক থেকে দুই দফায় মাছ ধরার ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। 

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ