হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে আবদুল আজিজ নামে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।  আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ। 

সাংবাদিক আবদুল আজিজ একটি জাতীয় দৈনিকের কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি নেছার আহমদ বলেন, সৈকতের লাবণী পয়েন্টে কয়েকজন বিদেশি পর্যটক ঘুরছিলেন। তাঁদের ঘোরাঘুরির ছবি তুলে সাংবাদিকদের পজিটিভ সংবাদ করতে বলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ। কিছুক্ষণ পর ছবি তোলা অবস্থায় আবদুল আজিজকে দেখে দৌড়ে এসে ধাক্কা দেন সৈকতে দায়িত্বরত টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। এ সময় তাঁর মুঠোফোনও কেড়ে নেওয়া হয়। 

আবদুল আজিজ জানান, এসআই আব্দুল মান্নান পর্যটকদের ছবি তোলা যাবে না বলে তাঁকে ধাক্কা দিয়ে মোবাইল কেড়ে নেন। টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ ছবি তুলতে বলেছেন বলার পরও তিনি তা শুনেননি। পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ মোবাইলটি আমাকে বুঝিয়ে দেন। সেই সঙ্গে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। 

জানতে চাইলে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, ‘এসআই আব্দুল মান্নানের কাছে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। কেন তিনি এমন কাজ করেছেন তা আমাদের বোধগম্য নয়। এ জন্য আমি লজ্জিত। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।’ 

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘সৈকতে আসা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে টুরিস্ট পুলিশের সব সদস্যকে নির্দেশনা দেওয়া আছে। বিষয়টি আমি এসপি স্যারকে জানাব। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’ 

সাম্প্রতিক কক্সবাজার হোটেল-মোটেল জোনে এক নারী পর্যটক ধর্ষণসহ নানা ঘটনায় সংবাদ প্রকাশ হয়ে আসছে। এ নিয়ে সাংবাদিকদের পুলিশ ক্ষুব্ধ বলে মনে করছেন সাংবাদিকেরা।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক