হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে নিখোঁজের ১০ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ১০ দিন পর মোহাম্মদ (২০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টার দিকে হোয়াইক্যং-বাহারছড়া পাহাড়ি আঞ্চলিক সড়কের ঢাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি টমটমের (অটোরিকশা) চালক ছিলেন।

জানা গেছে, গত ১২ জানুয়ারি থেকে টমটম চালক মোহাম্মদ নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ১০ দিন পর আজ দুপুর ১টার দিকে হোয়াইক্যং-বাহারছড়া পাহাড়ি আঞ্চলিক সড়কের ঢালে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গত ১২ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মোহাম্মদ। ১০ দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর আজ দুপুরে তাঁর মরদেহ পাওয়া গেছে। 

টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহর শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। 

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ