হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে নিখোঁজের ১০ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ১০ দিন পর মোহাম্মদ (২০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টার দিকে হোয়াইক্যং-বাহারছড়া পাহাড়ি আঞ্চলিক সড়কের ঢাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি টমটমের (অটোরিকশা) চালক ছিলেন।

জানা গেছে, গত ১২ জানুয়ারি থেকে টমটম চালক মোহাম্মদ নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ১০ দিন পর আজ দুপুর ১টার দিকে হোয়াইক্যং-বাহারছড়া পাহাড়ি আঞ্চলিক সড়কের ঢালে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গত ১২ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মোহাম্মদ। ১০ দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর আজ দুপুরে তাঁর মরদেহ পাওয়া গেছে। 

টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহর শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক