হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার মেরিন ড্রাইভ সড়কে এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার সকালে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু মুন্নিপাড়ার বাসিন্দা মো. আলম (১৯) ও মো. আয়াছ (২১)।

লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে বিজিবির টহল দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরীর দ্বীপ থেকে হাজমপাড়াগামী একটি অটোরিকশা চেকপোস্টের কাছে এলে তল্লাশির জন্য থামানো হয়। অটোরিকশাটি তল্লাশিকালে পেছনে দুজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁদের হাতে থাকা ব্যাগ থেকে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

জব্দ মাদক ও আটক দুজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা