হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার রাতে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের একজন, জেলা পুলিশের একজন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন, ফায়ার সার্ভিসের একজন ও গোয়েন্দার সংস্থার একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। 

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেবে। এ প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সোমবার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।’ 

এদিকে, আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, পুলিশ, এপিবিএনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। অবশ্যই এ অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাশকতা বলে দাবি করছেন সাধারণ রোহিঙ্গারা। ইতিমধ্যে রোহিঙ্গাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডে দুই হাজারের বেশি ঘর পুড়ে গেছে। এতে ১২ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়েছে। আজ সকাল থেকে তাদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম আশ্রয়হীন রোহিঙ্গাদের অস্থায়ী ঘর তৈরি করবে। জাতিসংঘের খাদ্য সংস্থা ডব্লিউএফপি রোহিঙ্গাদের জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা নেই। এ ঘটনা নাশকতা কিনা তা তদন্তে ওঠে আসবে। ঘটনাস্থল থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ 

উল্লেখ, এর আগে ২০২১ সালের ২২ মার্চ উখিয়া ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার ঘর ও স্থাপনা পুড়ে গিয়েছিল। এ ঘটনায় ছয় শিশুসহ ১৫ জনের মৃত্যু এবং পাঁচ শতাধিক আহত হয়।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১