হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদী থেকে দুই শিশু ও এক নারীর মৃতদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ভাসমান অবস্থায় দুই শিশুসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১২টায় নাফ নদীর মৌলভীবাজার পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে দুটি শিশু ও একজন নারী। ধারণা করা হচ্ছে তারা মা ও সন্তান। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করতে পারেনি প্রশাসন।

পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হতে পারেন। নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের মৃত্যু হয়েছে।

টেকনাফ থানার ওসি (তদন্ত) আবদুল আলিম জানিয়েছেন, বেলা ১২টায় নাফ নদীর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

আবদুল আলীম আরও বলেন, নদীতে ভাসমান অবস্থায় তিন মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে