হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু 

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে ঈদ আনন্দের মধ্যে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় বিদ্যুতের প্রধান লাইনের তার ছিঁড়ে বাড়ির টিনের চালার ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল করিমের ছেলে কলিম উল্লাহ (১৮) ও স্থানীয় মোহাম্মদ হোসেনের কন্যা রমিদা বেগম (২৮)।

আহত দুজন হলো রমিদার পাঁচ বছরের শিশু নাইমা ও আব্দুল আমিনের মেয়ে বকেয়া (১২)। বকেয়াকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার আব্দুল আমিন প্রকাশ বাইট্যার বাড়িতে সবাই ঈদ আনন্দে মেতেছিলেন। অন্যান্য এলাকা থেকে অনেকে ঈদ উপলক্ষে বেড়াতে আসেন সেখানে।

হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার বিদ্যুতের প্রধান তার ছিঁড়ে বাইট্যার বাড়ির টিনের চালে পড়ে। এমন সময় বিদ্যুতায়িত হন পরিবার ও বেড়াতে আসা চারজন। ঘটনাস্থলে ওই দুজন মারা যান। অপর দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান স্থানীয়রা। ঈদ উপলক্ষে কলিম উল্লাহ পাশের এলাকা থেকে বেড়াতে এসে মৃত্যুবরণ করেন। পরিবারের লোকজন জানায়, দুর্ঘটনার সময় বাড়িতে সাতজন ছিল।

টেকনাফ উপজেলা বিদ্যুতের এজিএম উদয়ন দাশগুপ্ত জানান, বৃষ্টির কারণে গাছের ডাল পড়ে তারটি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্রশীল জানান, কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পা পুড়ে গেছে বলেও জানান তিনি।

শাহপরীর দ্বীপ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জায়েদ হাসান দুজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, বিদ্যুতের প্রধান তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুজনের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক