হোম > সারা দেশ > কক্সবাজার

নিখোঁজের ২০ দিন পর ধানখেতে মিলল কিশোরের লাশ, শরীরে আঘাতের চিহ্ন 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২০ দিন পর ধানখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত কিশোর মো. উসমান (১৭) বালুখালী এলাকার শমসু আলমের ছেলে। গত ২১ এপ্রিল থেকে সে নিখোঁজ ছিল। 

নিহতের বাবা শমসু আলম বলেন, ‘টমটম চুরির অপবাদে ২০ দিন আগে উসমানকে নানাভাবে হেনস্তা করে ও হুমকি দেয় স্থানীয় আবদুল আজিজের ছেলে জহুর মিয়া। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অবশেষে গতকাল সকালে ধানখেতে তার লাশ পাওয়া যায়। আমার সন্দেহ, জহুর মিয়া আমার ছেলেকে খুন করেছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বালুখালী এলাকার ধানখেতে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে গিয়ে লাশ উদ্ধার করে। 

সুরতহাল প্রতিবেদনে লাশের পেটে ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে তাকে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।

ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক