হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় বজ্রপাতে ২ জন নিহত, আহত ১ 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এই হতাহতের ঘটনা ঘটেছে। আরেক স্থানে বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন এক নারী। 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৬০) লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। প্রায় একই সময়ে কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের গার্ডে থাকা সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়েন। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে বলে জানা গেছে। বৃদ্ধ সাহাব উদ্দিন ও বালুশ্রমিক সাহাব উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা দুজনকেই মৃত বলে জানান। 

অন্যদিকে দুপুর ১২টার দিকে বজ্রপাতের প্রচণ্ড আওয়াজে বড়ঘোপ জেলেপাড়ার প্রবাস দাশের স্ত্রী সুশীলা (২৬) অজ্ঞান হয়ে পড়েন বলে তাঁর বোন রুমা দাশ জানিয়েছেন। তিনি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, কুতুবদিয়ায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন এবং এক নারী আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা