হোম > সারা দেশ > কক্সবাজার

বাড়ি থেকে যুবককে ডেকে নেওয়ার পরদিন সেতুর নিচে মিলল লাশ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হোয়াইক্যং সড়কের ফরেস্ট অফিসের সামনে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত মিজানুর রহমান (২২) বালুখালী এলাকার মেহাম্মদ ইউছুপের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর মিজান বাড়ি থেকে বের হয়ে ফেরেনি। গভীর রাত পর্যন্ত না ফেরায় তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। সকালে খবর আসে মিজানের লাশ সেতুর নিচে পড়ে আছে। 

মিজানের মা রহিমা খাতুন বলেন, শুক্রবার রাতে মিজান বাড়িতে অটোরিকশা রেখে স্ত্রীকে মাংস রান্নার কথা বলে বের হয়ে যায়। পরে আবার বাড়িতে ফিরে আসে। এ সময় হোয়াইক্যং মুলাপাড়া এলাকার নুরুল আলম নামে এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। মধ্যরাতে মিজান আমার মোবাইলে ফোন করে শুধু ‘মা’ শব্দটি ডেকে মোবাইল কেটে দেন। পরে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহাদাত হোসেন সিরাজী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল