হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অপহৃত ৩ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ২ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার পাহাড়ি এলাকা থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. সামশুল আলম খান।

তিনি আজকের পত্রিকাকে বলেন, টেকনাফের নতুন পল্লানপাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে। তাঁরা হলেন আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। এ সময় অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন ওরফে কাবিলাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের সহকারী পরিচালক সামশুল আলম খান আরও বলেন, গত শনিবার (২৫ মার্চ) এক ব্যক্তি তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র‍্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে।

গতকাল (২৬ মার্চ) টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমান উল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। অপহরণের এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

এদিকে গত শনিবার বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনের কাছ থেকে দুটি রামদা, ২৫ ফুট শিকল, আটটি তালা, দুটি চাবির ছড়াসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২