হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অগ্নিকাণ্ডে রোহিঙ্গার মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বসতঘরে অগ্নিকাণ্ডে আবুল হোসেন (৪৫) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়ায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবুল হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ঝুপড়িঘরে একা বসবাস করতেন। 

ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ স্থানীয়দের সূত্রে বলেন, নিহত আবুল হোসেন প্রতিদিনের মতো সোমবার রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে আকস্মিক তাঁর বসতঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে আবুল হোসেন মারা যান। 

এই কর্মকর্তা আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুনের ধ্বংসস্তূপ থেকে আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ টেকনাফ থানার পুলিশ হেফাজতে রয়েছে। 

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, নিহত আবুল হোসেন একজন পুরাতন রোহিঙ্গা। তিনি স্থানীয় এক ব্যক্তির বসতভিটায় একটি ঝুপড়িঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সেখানে একাই থাকতেন।

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার