হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অগ্নিকাণ্ডে রোহিঙ্গার মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বসতঘরে অগ্নিকাণ্ডে আবুল হোসেন (৪৫) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়ায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবুল হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ঝুপড়িঘরে একা বসবাস করতেন। 

ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ স্থানীয়দের সূত্রে বলেন, নিহত আবুল হোসেন প্রতিদিনের মতো সোমবার রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে আকস্মিক তাঁর বসতঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে আবুল হোসেন মারা যান। 

এই কর্মকর্তা আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুনের ধ্বংসস্তূপ থেকে আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ টেকনাফ থানার পুলিশ হেফাজতে রয়েছে। 

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, নিহত আবুল হোসেন একজন পুরাতন রোহিঙ্গা। তিনি স্থানীয় এক ব্যক্তির বসতভিটায় একটি ঝুপড়িঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সেখানে একাই থাকতেন।

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার