হোম > সারা দেশ > কক্সবাজার

রাখাইনদের ৩ দিনের জলকেলি উৎসব শুরু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি বা সাংগ্রাই পোয়ে উৎসব শুরু হয়েছে। আজ সোমবার জেলার আট উপজেলায় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

রাখাইন সম্প্রদায় প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ (মগীসন) উদ্‌যাপন করে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী উৎসব পালন করেন। এ সময় ঘরে ঘরে চলে উৎসব। এর মধ্যে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলে ‘সাংগ্রাই পোয়ে’ বা জলকেলি উৎসব।

শহরের বৌদ্ধ মন্দির সড়কে গিয়ে দেখা যায়, কেয়াংয়ের (বিহার) পাশে শামিয়ানা টাঙানো প্যান্ডেল। প্যান্ডেলের একপাশে পানির ড্রামভর্তি করে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন রাখাইন তরুণীরা। এর পাশেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল। সেখানে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ। দল বেঁধে রাখাইন তরুণ-তরুণীরা নেচে গেয়ে এক মহল্লা আরেক মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন।

বৌদ্ধ মন্দির সড়ক, পেশকার পাড়া, টেকপাড়া হাঙরপাড়া, বড় বাজার ও চালবাজারে অন্তত ১৮টি প্যান্ডেল রয়েছে। এসব প্যান্ডেলে রাখাইনদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও উৎসবে ভিড় করতে দেখা যায়।

টেকপাড়ার ক্যংগ্রি রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগ্রাই পোয়ে তাদের সবচেয়ে বড় উৎসব। জেলার আট উপজেলার রাখাইন পল্লির ঘরে ঘরে এ উৎসব শুরু হয়েছে।’

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা রাখাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্জিকা অনুযায়ী ১৬ এপ্রিল রাত ১২টায় ১৩৮৪ রাখাইন অব্দ (মগীসন) শেষ হয়েছে। ১৩৮৫ অব্দ শুরু হয়েছে ১৭ এপ্রিল মধ্যরাত থেকে। ফলে ১৭ এপ্রিল থেকেই সাংগ্রাই উৎসবের আয়োজন করা হয়। আগামী ১৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে।’

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক