হোম > সারা দেশ > কক্সবাজার

হাত-পা বাঁধা রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পালংখালী ময়নারঘোনা ১৮ নম্বর শিবিরের এইচ-৫৯ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম আশিক এলাহী (২৩)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারা, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা পুলিশ এখনো নিশ্চিত নয়।’

তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় আশিক এলাহী ঘর থেকে বের হন। রাতে ঘরে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও সন্ধান পাননি।

আজ সোমবার সকালে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকের পরিত্যক্ত জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় আশিকের মৃতদেহ উদ্ধার করে।’

ওসি বলেন, ‘নিহতের গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। 

তিনি আরও বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুন:

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ