হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পের খালে ভাসছিল গলাকাটা মরদেহ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে খালে ভাসতে থাকা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে বালুখালী ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে উখিয়া থানায় মরদেহ নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, ৭ ও ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের সীমানায় একটি ছোট খালে ভাসতে থাকা মরদেহ দেখে ওই এলাকার রোহিঙ্গারা খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার এবং নিহতের পরিচয় শনাক্ত করে। 

নিহত সানাউল্লাহ (৪০) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। 

৮ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক আমির জাফর (অতিরিক্ত ডিআইজি) আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

উল্লেখ্য, শুক্রবার ভোরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহত হন। তাঁরা সবাই আরসার সদস্য বলে ধারণা করছে পুলিশ। 

ওই ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পৃক্ততা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আমির জাফর বলেন, ‘এটি ভিন্ন ঘটনা। তবে ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। নিহত যুবক কোন গ্রুপের সদস্য ছিল, সেই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।’ 

রোহিঙ্গা ক্যাম্পের একটি সূত্র বলছে, ওই যুবককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। তবে কোন সন্ত্রাসী গ্রুপ বা কেন তাঁকে অপহরণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

যুবকটির মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য উখিয়া থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন, রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।’ 

এদিকে শুক্রবার ভোরের সংঘর্ষের পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরে রোহিঙ্গা ক্যাম্পে ৫৭টি হত্যাকাণ্ড ঘটেছে।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা