হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরে ১০ বস্তা ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল পাচারকারী 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে ৭ লাখ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোরে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পূর্ব এলাকায় অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। 

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আজকে পত্রিকাকে বলেন, ‘আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন সেন্টমার্টিন উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার থেকে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়।’ 

তিনি আরও বলেন, ‘এ সময় বোটটির গতিবিধি সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। বোটের মাঝি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালাতে থাকে। কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করলে একপর্যায়ে বোটটি আলামত ধ্বংসে পলিথিনে মোড়ানো বাদামি রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমারের সীমানায় চলে যায়।’ 

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, পরে কোস্টগার্ড সদস্যরা সর্বমোট ১০টি বস্তা পানি থেকে উদ্ধার করে। বস্তাগুলো থেকে সর্বমোট ৭ লাখ ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় ইয়াবাগুলো হস্তান্তর করা হয়েছে।’

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা