হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে হাবিব উল্লাহ (২৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের কাঁনা রাজার গুহার সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানিয়েছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নির্মমভাবে কুপিয়ে এই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক আজকের পত্রিকাকে জানান, হাবিব রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আজ সকাল ৭টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের কানা রাজার গুহার সামনে তাঁর ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ছয়টি চিহ্ন দেখা গেছে। 

বাবা নুরুল ইসলাম ও বড় ভাই মো. আবদুল্লাহ জানিয়েছেন, ‘হাবিব উল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন তাঁরা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাবিব উল্লাহ একটি হত্যা মামলার আসামি ছিলেন। ওই মামলায় দুই মাস কারাগারে থেকে শেষে গত ২৩ ফেব্রুয়ারি জামিনে ছাড়া পান তিনি।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড