হোম > সারা দেশ > কক্সবাজার

রাতে জব্দ সাড়ে ৬০০ কেজি কাঁকড়া বন বিভাগ দিনে দেখাল ৩০ কেজি!

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে বন বিভাগের অভিযানে রাতে জব্দ করা সাড়ে ৬০০ কেজি কাকঁড়া সকালে সেটি ৩০ কেজি দেখিয়ে মামলার করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার মহেশখালী উপজেলার কালারমারছড়ার ইউনুছখালী বাজারে এ ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার ৩০ কেজি কাঁকড়া জব্দ দেখিয়ে বন বিভাগ অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেছে।

কাঁকড়ার মালিক বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা রবিউল আলম জানান, তিনিসহ আরও নয়জন ব্যবসায়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাঁকড়া সংগ্রহ করে ট্রাকযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজারে শাপলাপুর বন বিটের কর্মকর্তা রাজিব ইব্রাহিমের নেতৃত্বে রাত ১১টার দিকে কাঁকড়া বহনকারী ট্রাকটি জব্দ করে। এরপর গাড়িটি শাপলাপুর বিট কার্যালয়ে নিয়ে যায়। আজ সকালে তিনি গিয়ে দেখেন গাড়িতে মাত্র ৩০ কেজি কাঁকড়া আছে। অথচ ট্রাকে ছিল সাড়ে ৬০০ কেজি।

কাঁকড়াবাহী ট্রাকের চালক মনছুর আলম বলেন, ‘ইউনুছখালী বাজার থেকে বন বিভাগের কর্মকর্তারা আমার গাড়িটি শাপলাপুর বিটে নিয়ে যায়। পরে সেখান থেকে আমাকে তাড়িয়ে দেন কর্মকর্তারা।’

বন বিভাগের লোকজন রাতের বেলা কাকঁড়াগুলো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করেন ট্রাকটির চালক।

এ দিকে মঙ্গলবার বিকেলে বিট কর্মকর্তা রাজিব ইব্রাহীম বাদী হয়ে ৩০ কেজি কাঁকড়া জব্দ দেখিয়ে অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক বলেন, ‘সোমবার রাতে কাঁকড়া বহনকারী গাড়িটি আটকের পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। ওই গাড়ি থেকে মাত্র ৩০ কেজি কাঁকড়া উদ্ধার করেছি।’

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল