হোম > সারা দেশ > কক্সবাজার

সাংবাদিককে হত্যাচেষ্টার মামলায় আ.লীগের নেতাসহ তাঁর ভাই গ্রেপ্তার 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধরের ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে নজর আলী মাতবরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন সাংবাদিক মিজানুর রহমান। তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কুতুবদিয়ার প্রতিনিধি ছিলেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও তাঁর ভাই মোজাহিদুল ইসলাম সেলিম। তাঁরা উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবরপাড়ার মৃত আবুল কাশেম মাতবরের ছেলে। 
 
মারধরের শিকার সাংবাদিক ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় একটি অসহায় পরিবারের সদস্যদের ওপর হামলা চালানোসহ ওই পরিবারকে হুমকি দেন আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব। দৃশ্যটি ভুক্তভোগী পরিবারের এক সদস্য ভিডিও করেন। পরে এটি প্রচার করেন ওই সাংবাদিক। এর জেরে সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। 

এদিকে মারধর ও হুমকির ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য মফিজুর রহমান গত শুক্রবার বাদী হয়ে মামলা করেন। 

মারধরের শিকার সাংবাদিক মিজানুর রহমান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, তাঁর দুই ভাই আজমগীর মাতবর ও মোজাহিদুল ইসলাম সেলিম এবং তাঁদের ছেলে আরিফ বিন রিনাস, সানজো রাকিব, মো. মোজাহিদ, মো. নিহাল উদ্দিন, মুহিদুল হাসান হান্নানসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন পেশাগত দায়িত্ব পালনের সময় মারধর করেন। এ সময় জ্ঞান হারিয়ে যাওয়ায় আর কিছু বলতে পারি না। আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গতকাল শনিবার ৯ জনকে আসামি করে কুতুবদিয়া থানায় হত্যাচেষ্টার মামলা করেছি।’ 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, সাংবাদিকক হত্যাচেষ্টার মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব ও তাঁর ভাই মোজাহিদুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা

মিয়ানমারে পাচারকালে ৩৭৫ বস্তা সিমেন্টসহ আটক ৮

কক্সবাজারে হলো এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন

কক্সবাজারে বিউটি সেলুন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১০ মাস পর সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু, তিন জাহাজে গেলেন ১২০০ পর্যটক

৬ শিশু-কিশোরকে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা, কৌশলে ফিরে এল দুজন