হোম > সারা দেশ > কক্সবাজার

পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে পানি তোলার মোটর চুরি করতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অলির বাপেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম আব্দুল মান্নান (২৫)। তিনি উপজেলার শাহারবিল ইউনিয়নের মতলবপাড়ার জাফর আলমের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পূর্ব বড় ভেওলার অলির বাপেরপাড়া গ্রামে বাদশা মিয়ার বসতঘরে দুটি পানি তোলার মোটর রয়েছে। গতকাল সোমবার রাতে বসতঘরের বাইরের মোটরটি চুরি করার পর রান্নাঘরের মোটরটি খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে মান্নান ঘটনাস্থলেই মারা যান। মান্নান এলাকায় পেশাদার চোর হিসেবে পরিচিত।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘ভোর ৫টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে মান্নান নামের যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত ওই যুবকের মৃত্যু হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১