কক্সবাজারের চকরিয়া উপজেলায় মায়ের ওপর অভিমান করে নবম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে পরিবার দাবি করেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়নের আব্দুল মতলবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাইমুন আক্তার লাকি ওই গ্রামের কায়েম উদ্দিনের মেয়ে। সে সাহারবিল বিএমএস উচ্চবিদ্যালয়ের ছাত্রী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘লেখাপড়া নিয়ে গতকাল শুক্রবার সকালে লাকির সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এরপর দুপুরে সে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’