হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ঘরের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ঘরের দরজা ভেঙে আব্দুল গফুর (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের পুরান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবক ওই এলাকার বাসিন্দা শেখ আহম্মদের ছেলে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল ফয়েজ বলেন, ‘রাত ৮টায় আব্দুল গফুরের মরদেহ বাড়ির দরজা ভেঙে উদ্ধার করা হয়। থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশের সুরতহাল করেছে। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তাঁর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।’

আব্দুল গফুরের ছোট ভাই আব্দুল কুদ্দুস বলেন, ভাইকে না পেয়ে খোঁজাখুঁজি করে তাঁর থাকার কক্ষের দরজা দুই পাশে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয় ইউপি সদস্যসহ বাড়ির দরজা ভেঙে তাকে বিছানায় শোয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়।

টেকনাফ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অভিযোগ না থাকায় তাঁকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১