হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় পিকআপচাপায় ৬ ভাই নিহত: চালকের আমৃত্যু কারাদণ্ড 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় ছয় ভাই নিহতের ঘটনায় গাড়িচালককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছেন। 

আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডিত আসামি সাহিদুল ইসলাম ওরফে সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরপাড়া এলাকার আলী জাফরের ছেলে। 

মামলার নথির বরাত দিয়ে ফরিদুল আলম বলেন, ২০২২ সালের ৩০ জানুয়ারি চকরিয়ার মালুমঘাট এলাকার সুরেশ চন্দ্র সুশীলের মৃত্যু হয়। বাবা সুরেশের ক্ষৌরকর্ম অনুষ্ঠান করতে ৮ ফেব্রুয়ারি ভোরে বাড়ির অদূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হয়ে নার্সারি গেটে যান সাত ভাই ও দুই বোন। শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির পিকআপ তাঁদের চাপা দেয়। 
 
এতে সাত ভাইবোন ডা. অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল গুরুতর জখম হয়। এ সময় তাঁরা চিৎকার করলে মৃত্যু নিশ্চিত করার জন্য চালক গাড়ি পেছনে নিয়ে পুনরায় অপর ভাই রক্তিম সুশীলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় ছয় ভাই মারা যান। 

পিপি ফরিদুল বলেন, এ ঘটনায় নিহতদের ভাই প্লাবন সুশীল ৮ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চালক সাইফুলকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেন আদালত। 

রায় প্রদানকালে বিচারক বলেছেন, দ্রুতগামী পিকআপের চাপায় কয়েকজন আহত হলেও চালক গাড়ি থামিয়ে পেছনে এসে আবার আহতের চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছেন। যা স্বেচ্ছায়-স্বজ্ঞানে করেছেন চালক। রায় ঘোষণার সময় আসামি সাইফুল আদালতে উপস্থিত ছিলেন।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল