হোম > সারা দেশ > কক্সবাজার

অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করা ২২ রোহিঙ্গা ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকে পড়া ২৩ রোহিঙ্গার মধ্যে ২২ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।  

গ্রেপ্তারের পর কারাগারে থাকা মো. সাদেক নামে এক আসামি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রিমান্ডের অনুমতি দেননি বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. নাছির উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের পালংখালী বিওপির নায়েব সুবেদার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে দায়ের করা অস্ত্র মামলায় ২৩ জনকে গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে আদালতে আনা হয়েছিল। আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আজ সোমবার শুনানি শেষে ২২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

নাছির উদ্দিন বলেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে অস্ত্রসহ গ্রেপ্তার এই ২৩ জনই রোহিঙ্গা। তাঁরা উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে তাদের মিয়ানমারে যাওয়ার কথা নয়। কিন্তু কি কারণে, কেন তারা মিয়ানমারে গেল এবং অস্ত্র কোথায় পেল- এসব বিষয় জানতেই জিজ্ঞাসাবাদ জরুরি। 

গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমারের সংঘাতের মধ্যে পালিয়ে আসা বিজিপি সদস্যের পাশাপাশি অস্ত্রধারী এসব রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। পরে ৯ ফেব্রুয়ারি বিজিবি বাদী হয়ে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি