হোম > সারা দেশ > কক্সবাজার

পোঁটলা ফেলে পালাল চোরাকারবারিরা, খুলে মিলল পৌনে ৫ লাখ ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় জব্দ ইয়াবা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখে কালো কাপড়ের চারটি পোঁটলা ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। পরে পোঁটলাগুলো খুলে বিজিবি ৪ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি জব্দ করে।

বিজিবি ৬৪ উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পালংখালী থেকে এই মাদক জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল উখিয়ার কাটাখাল এলাকার সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর-পূর্বে টহল দেয়। এ সময় তাঁরা মিয়ানমার থেকে সাত-আটজন ব্যক্তিকে সীমান্ত পার হয়ে আসতে দেখেন। চোরাকারবারিরা মৎস্য ঘেরের রাস্তা দিয়ে বেড়িবাঁধের ওপর পৌঁছালে বিজিবির সদস্যরা তাঁদের থামার সংকেত দেন। এ সময় চোরাকারবারিরা কালো কাপড়ের চারটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানা বিজিবি অধিনায়ক জসীম উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক