হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও দেখা গেল শতাধিক মৃত জেলি ফিশ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট উপকূলে আবারও শত শত সাদা নুইন্যা বা ‘হোয়াইট টাইপ জেলি ফিশ’ ধরা পড়েছে। আজ রোববার সকাল ৯টায় এসব সাদা নুইন্যা জেলেদের টানা জালে আটকে মারা পড়েছে। গতকাল শনিবারও একই স্থানে প্রায় কয়েক শ সাদা নুইন্যা ধরা পড়েছিল।

এ ছাড়া সমুদ্রসৈকতের কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানীতে ভেসে আসছে মরা জেলি ফিশ। সংশ্লিষ্টদের ধারণা—জেলেদের জালে আটকা পড়ে ঝাঁকে ঝাঁকে এসব সাদা নুইন্যা বা সাদা প্রজাতির জেলি ফিশ মারা পড়ছে।

এদিকে সৈকতে মরা সাদা নুইন্যা ভেসে আসার খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বিজ্ঞানীরা সরেজমিন পরিদর্শন করেছেন। বিজ্ঞানীরা জেলি ফিশের মৃত্যুর কারণ অনুসন্ধানে নমুনা সংগ্রহ করেছেন।

প্রায়ই এসব সাদা নুইন্যা মৃত অবস্থায় তীরে ভেসে এলেও ব্যাপক হারে আগস্ট মাসের প্রথম সপ্তাহে দুই দফায় গত ১১ নভেম্বর ও গতকাল শনিবার এবং আজ রোববার শত শত জেলি ফিশ ভেসে এসেছে।

জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (রোববার) সকাল ৯টার দিকে মহেশখালী থেকে একটি মাছ ধরার ট্রলার লাবণী পয়েন্টের সাগরে জাল ফেলে। এ সময় টানা জালে শত শত সাদা নুইন্যা আটকা পড়ে। এরপর জেলেরা এসব সাদা নুইন্যা সৈকততীরে ফেলে দেন।’

ট্রলারের মাঝি নেজাম উদ্দিন বলেন, ‘একসঙ্গে এত সাদা নুইন্যা জালে আটকা পড়ার ঘটনা আগে ঘটেনি। কোনো মতে তীরে এনে জাল ঝেড়ে ফেলছি। এতে বেশির ভাগ সাদা নুইন্যা মারা পড়েছে।’

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময় জেলেদের বিহুন্দি ও টানা জালে জেলি ফিশ বা সাদা নুইন্যা অযাচিতভাবে আটকা পড়ে মারা পড়ে। পরে তা কক্সবাজার ও পটুয়াখালীসহ বিভিন্ন সমুদ্র উপকূলে ভেসে আসে।’

সাঈদ মাহমুদ বেলাল হায়দর আরও বলেন, ‘সৈকতে পড়ে থাকা এই সাদা নুইন্যা খাদ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। তবে বাংলাদেশে এখনো খাবারের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এটি ওষুধ ও প্রসাধন শিল্পেও ব্যবহার করা হয়। বিশ্বে জেলি ফিশের ৫ দশমিক ৬০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। আমরাও অবহেলিত এই সামুদ্রিক প্রাণীর স্থানীয় বাজার সৃষ্টিসহ রপ্তানি করে সুনীল অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারি।’

সম্প্রতি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সাদা নুইন্যা নিয়ে গবেষণা শুরু করেছেন। গত ৩ নভেম্বর বিশ্ব জেলি ফিশ দিবস উপলক্ষে বুরির সম্মেলনকক্ষে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সাদা নুইন্যার বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরা হয়েছে।

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার