হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ডোবায় মিলল যুবলীগ নেতার গলাকাটা লাশ

কক্সবাজার প্রতিনিধি

কামাল উদ্দিন দুর্জয়। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় এক যুবলীগ নেতার গলাকাটা লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কামাল উদ্দিন দুর্জয় (৪০) মনখালীর ছিদ্দিক আহমেদের ছেলে। তিনি উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তিনি গতকাল সোমবার রাত ১১টা থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ডোবায় কামালের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশটি উদ্ধার করে।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কামালকে কে বা কারা কেন হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি। তাঁর শ্বশুর আবদুর রহমান বলেন, ‘গতকাল রাত ১১টার পর থেকে কামাল নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর আজ মঙ্গলবার দুপুরে মনখালীর পাশের একটি ছড়ায় তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়।’

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল