হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড় কাটার প্রতিবাদ করায় জুলাইযোদ্ধার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কাটা হচ্ছে পাহাড়। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এক সনদপ্রাপ্ত জুলাইযোদ্ধার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পাহাড় কেটে বালু বিক্রির প্রতিবাদ করায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারী ছাত্রের নাম মোহাম্মদ হাসান (২১)। তিনি চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর গ্রামের নুরুল আলমের ছেলে ও চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। চট্টগ্রাম শহরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একজন ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটভুক্ত। চট্টগ্রাম বিভাগে তাঁর গেজেট নম্বর ৫৮।

হাসানের অভিযোগ, সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছানা উল্লাহর নেতৃত্বে একদল বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।

পুলিশ ও হাসানের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর তেঁতুলগাছতলা এলাকায় থেকে অবৈধভাবে পাহাড় কেটে বালু বিক্রি করছিলেন অভিযুক্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় জুলাইযোদ্ধা হাসান বালু পরিবহনের ট্রাকের ছবি তোলেন। ট্রাক থেকে নেমে এক ব্যক্তি হাসানকে ছবি মুছে দিতে বলেন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এরপর ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন বিএনপির নেতা ছানা উল্লাহর নেতৃত্বে সাদু, মোস্তফা, বাবলু, জমিরসহ ১০ থেকে ১৫ জন বালু সিন্ডিকেটের লোকজন হাসানের ওপর হামলা চালান। মোবাইল ফোন কেড়ে নেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান।

আহত মোহাম্মদ হাসান। ছবি: সংগৃহীত

মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা দক্ষিণ সুরাজপুরে একটি পাহাড় কেটে বালু বিক্রি করছিল। মূলত প্রতিবাদ করার জন্য ছবি তুলেছিলাম। তখন ট্রাক থেকে নেমে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে আবার লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। পাহাড় থেকে বালু বিক্রি করার কারণে রাস্তা দিয়ে চলাচল করা যায় না। একটু বৃষ্টি হলে চলাচল অনুপযোগী হয়ে যায়।’

মোহাম্মদ হাসান আরও বলেন, ‘জুলাই আন্দোলনের পুরো সময় রাজপথে ছিলাম। ২০২৪ সালের ১৮ জুলাই চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় তুমুল আন্দোলনের সময় আমার শরীরে ১২টি রাবার বুলেট বিদ্ধ হয়। আমি চাই, ছানা উল্লাহের বিরুদ্ধে দলীয়ভাবে যেন বিএনপি সিদ্ধান্ত নেয়।’

এ ব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত ছানা উল্লাহের মোবাইল নম্বরে ফোন করেন এ প্রতিবেদক। প্রথমে ফোন রিসিভ করে কোনো কথা না বলে লাইন কেটে দেন। পরে তাঁর নম্বরে একাধিকবার কল দিলেও ধরেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাঈদ হাসান ও মোবারক হোসেন জিহান বলেন, ‘হাসান একজন সনদপ্রাপ্ত জুলাইযোদ্ধা। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হাসানের ওপর হামলায় চালায়। যাঁরা হামলা করেছেন, তাঁরা সবাই একটি দলের নাম ভাঙিয়ে পরিবেশ ধ্বংস করছেন। এমন একজন জুলাইযোদ্ধার ওপর হামলা আমরা মেনে নেব না।’

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে হাসান চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১