হোম > সারা দেশ > কক্সবাজার

২১ দিন বন্ধের পর চালু হলো টেকনাফ স্থলবন্দর

কক্সবাজার প্রতিনিধি

২১ দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার পণ্যবাহী চারটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে বলে জানায় কর্তৃপক্ষ।

এর আগে মিয়ানমারের রাখাইনে অস্থিরতার কারণে গত ১৪ নভেম্বর থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসেনি। একইভাবে টেকনাফ থেকে কোনো পণ্য মিয়ানমারে যায়নি। এতে দৈনিক অন্তত ৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ এস এম মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। মঙ্গলবার চারটি পণ্য বোঝাই ট্রলার এসেছে। এসব পণ্যের আমদানিকারক ওমর ফারুক নামে টেকনাফের এক ব্যবসায়ী।’

ব্যবসায়ী ওমর ফারুক বলেন, ‘২৫২ টন সুপারি, ৩০ টন আদা, ৫৫ টন নারকেল ও ১০০ টন মাছ নিয়ে চারটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছেছে। এসব পণ্য তিন সপ্তাহ ধরে মিয়ানমারের আকিয়াব বন্দরে আটকা ছিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীদের কেনা শত শত টন আদা, নারকেল, মাছ ও সুপারি আকিয়াব বন্দরে রয়েছে। অনেক ব্যবসায়ীর আদা পচে গেছে। এতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।’

স্থলবন্দর পরিচালনার দায়িত্বে থাকা ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী বলেন, ‘২১ দিন পর মঙ্গলবার সকালে মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে চারটি পণ্যবোঝাই ট্রলার এসেছে। এসব ট্রলারে আদা, মাছ, নারকেল ও সুপারি রয়েছে।’

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা