হোম > সারা দেশ > কক্সবাজার

কোপায় ব্রাজিলের হারে নয়, ব্যক্তিগত কারণে বিষপান করেছিলেন যুবক

প্রতিনিধি, রামু (কক্সবাজার) 

কক্সবাজার জেলার রামুতে ব্রাজিল দলের একজন সমর্থক বিষপান করেছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। প্রথমে ধারণা করা হয়েছিল কোপায় ব্রাজিলের হারের কারণেই তিনি বিষপান করেছেন। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে তিনি জানান, ব্রাজিলের হারের জন্য নয়, ব্যক্তিগত কারণে তিনি বিষ পান করেছেন। 

রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে মো. কামাল (২০) বিষপান করেন। আজ সকালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়ার পরপর এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে এই ধারণা জন্মে যে, তিনি ব্রাজিলের পরাজয়ের কারণেই বিষপান করেছেন। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা কামালকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রামু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. এফাজুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষপানকারী ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তাঁর পাকস্থলীতে যাতে বিষক্রিয়া ছড়িয়ে না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। 

শুরুতে ধারণা করা হয়েছিল, ব্রাজিলের পরাজয়ের কারণেই দলটির সমর্থক কামাল বিষপান করেছেন। কামালকে হাসপাতালে নিয়ে আসা তাৎক্ষণিক নাম না জানা কয়েকজন যুবক হাসপাতালের ইমার্জেন্সি'র দায়িত্বে থাকা রুমেল বড়ুয়া'কে বলেছিলেন, ‘কামাল ব্রাজিলের কট্টর সমর্থক। আজ সকালে সে গোপনে বিষপান করে। হঠাৎ আমরা তাঁকে ছটফট করতে দেখে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসি।’

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফেরে কামালের। পরে তিনি জানান, কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের পরাজয়ের কারণে নয়, ব্যক্তিগত কারণে তিনি বিষপান করেছেন। 

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা