হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী দুটি জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কক্সবাজারের সেন্ট মার্টিনে যাওয়ার পথে পর্যটকবাহী দুটি জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এই অভিযান পরিচালনা করেন। 

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানী জেটিঘাট থেকে বার আউলিয়া ও কর্ণফুলী নামে জাহাজ দুটি সেন্ট মার্টিন দ্বীপ যাচ্ছিল। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ বলেন, বার আউলিয়া জাহাজকে এক লাখ ও কর্ণফুলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বার আউলিয়া জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত ২৫০ যাত্রী এবং কর্ণফুলী জাহাজে অতিরিক্ত ১০০ যাত্রী ছিল। 

একই সঙ্গে বার আউলিয়া জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যটকদের হয়রানি ও নাজেহালের অভিযোগ ছিল। এতে জাহাজটির কর্তৃপক্ষকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরে অস্থির পরিস্থিতির কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে ১০ ফেব্রুয়ারি থেকে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। কেবল বিকল্প পথে ইনানী জেটিঘাট থেকে দুটি জাহাজ চলছে।

টেকনাফে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকের অতিরিক্ত চাপ বলে জানিয়েছেন কর্ণফুলী জাহাজের কক্সবাজারের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ কারণে কিছু অতিরিক্ত টিকিট বিক্রি করেছে কাউন্টারগুলো। সামনে থেকে কাউন্টারগুলোকে অতিরিক্ত টিকিট না বেচার জন্য বলে দেওয়া হয়েছে।’

হোসাইন ইসলাম বাহাদুর বলেন, বার আউলিয়া জাহাজের ধারণক্ষমতা ৮৫০ জন। সেখানে যাত্রী ছিল ১ হাজার ৭০ জন। কর্ণফুলী জাহাজে ধারণক্ষমতা ছিল ৭৫০ জন। যাত্রী ছিল ৮৫০ জন।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা