হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ যুবদল নেতা মুবিনুর রহমান রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মুবিনুর রহমান রুবেল গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের নুরুল আলমের ছেলে।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মুবিনুর রহমান রুবেলকে বাড়ি থেকে আটক করে। এরপর তাঁর বাড়ি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি এলজি, ৩৪টি কার্তুজ, চারটি রাইফেলের গুলি, চারটি ধারালো দাসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে রামু থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রুবেল রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু চোরাচালান চক্রের ‘ডন’ খ্যাত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের চাচাতো ভাই। শাহীনকে ৫ জুন বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মুবিনুর রহমান রুবেলের নেতৃত্বে গত বছরের ৫ আগস্ট রাতে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে কক্সবাজারের সাংবাদিক ইব্রাহীম খলিল মামুনের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় মামুন বাদী হয়ে রুবেলকে প্রধান আসামি করে রামু থানায় মামলা দায়ের করেন।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১