হোম > সারা দেশ > কক্সবাজার

সিসি ক্যামেরা লাগানোয় ডাকাতের থাপ্পড় খেলেন বাড়িওয়ালা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

চকরিয়ায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়ায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১২ জনের ডাকাত দলটি বাড়ি থেকে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন ব্যবসায়ী হেলাল উদ্দিন, ব্যবসায়ী বেলাল উদ্দিন ও প্রকৌশলী জালাল উদ্দিন। তাঁরা সম্পর্কে আপন ভাই।

ভুক্তভোগীরা জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা প্রথমে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তাঁদের একটি রুমে আটকে রেখে চাবি নিয়ে লুটপাট করে।

এ সময় আলমারি থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) খুলে নিয়ে যায়। ডাকাত দলের সবাই মুখোশ পরা ছিল।

প্রকৌশলী জালাল উদ্দিন বলেন, ‘আমার মা ও তিন ভাইয়ের পরিবার একই বাড়িতে থাকি। গতকাল বুধবার রাত ৩টার সময় বাড়ির জানালার গ্রিল কেটে ৫ জন মুখোশ পরিহিত ডাকাত বাড়িতে ঢোকে। বাইরেও ৫-৬ জনকে দেখা গেছে। এদের তিনজনের হাতে দেশীয় তৈরি অস্ত্র (বন্দুক), গ্রিল কাটার যন্ত্র, কিরিচ ও দা ছিল। এ সময় নারী-শিশুসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। এরপর আলমারির চাবি নিয়ে ৮ ভরির কমবেশি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ কিছু দামি মালপত্র লুট করে নিয়ে যায়।’

জালাল উদ্দিন আরও বলেন, ‘বাড়িতে কেন সিসি ক্যামেরা লাগিয়েছি, তা জানতে চেয়ে ডাকাত দলের এক সদস্য আমাকে একটি থাপ্পড় মারে। পরিবারের অন্য সদস্যদের মারধর করেনি। সকালে চকরিয়া থানায় চলে গেলে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

এ ব্যাপারে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব সাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘মৌখিক অভিযোগের ভিত্তিতে ওসির নির্দেশে ওই বাড়ি পরিদর্শন করেছি। ওই বাড়ির জানালার গ্রিল কাটা পাওয়া গেছে। পরিদর্শন শেষে সংগৃহীত তথ্য-উপাত্ত ওসিকে অবহিত করা হয়েছে।’

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১