কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম একাই ৩০টি নির্বাচন অফিস করেছেন। পাশাপাশি বানিয়েছেন ৩৫টি তোরণ।
অবশেষে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ এবং নির্বাচনী আচরণবিধি মানতে সতর্ক করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল রোববার মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ওই প্রার্থীকে সতর্ক করে লিখিতভাবে এ নির্দেশ দেন।
স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী বলেন, চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম নির্বাচনের আচরণবিধির তোয়াক্কা করছেন না। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ সরিয়ে নেননি। তা ছাড়া তফসিল ঘোষণার পর থেকেই তিনি ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণ করে আসছেন।