হোম > সারা দেশ > কক্সবাজার

এক প্রার্থীরই ৩০ নির্বাচন অফিস, ৩৫ তোরণ!

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম একাই ৩০টি নির্বাচন অফিস করেছেন। পাশাপাশি বানিয়েছেন ৩৫টি তোরণ। 

অবশেষে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ এবং নির্বাচনী আচরণবিধি মানতে সতর্ক করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 

গতকাল রোববার মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ওই প্রার্থীকে সতর্ক করে লিখিতভাবে এ নির্দেশ দেন। 

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী লিখিত অভিযোগে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের ৩০টি নির্বাচনী অফিস ও ৩৫টি তোরণ নির্মাণের বিষয়ে জানান। বিষয়টি আমরা সরেজমিনে সত্যতা পাই, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাই অভিযুক্ত প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী বলেন, চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম নির্বাচনের আচরণবিধির তোয়াক্কা করছেন না। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ সরিয়ে নেননি। তা ছাড়া তফসিল ঘোষণার পর থেকেই তিনি ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণ করে আসছেন। 

তবে স্বতন্ত্র প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম দাবি করছেন, তাঁর কর্মী-সমর্থকেরা এসব অফিস স্থাপন করেছেন। এরপরও রিটার্নিং কর্মকর্তার চিঠি পেয়ে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের উদ্যোগ নিয়েছেন। আর ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণের অভিযোগ তিনি অস্বীকার করেন।

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ