হোম > সারা দেশ > কক্সবাজার

ঢাকা থেকে অপহৃত তরুণী উদ্ধার কক্সবাজারে 

কক্সবাজার প্রতিনিধি

ঢাকা থেকে অপহৃত এক তরুণীকে ছয় দিন পর কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে আরাফাত হোসেন রুবাই (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে শহরের হোটেল-মোটেল জোন এলাকার একটি আবাসিক হোটেলে এ অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরাফাত গাজীপুর জেলার টঙ্গী থানার নিসাদ নগর এলাকার আকতার হোসেনের ছেলে। 

ভুক্তভোগী তরুণী (১৮) ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান। 

মামলার বিবরণে এই পুলিশ সুপার জানান, ভুক্তভোগী তরুণী ঢাকার একটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেন। কলেজে যাতায়াতের সময় ওই তরুণীর এক বোনের বন্ধু আরাফাতের সঙ্গে পরিচয় হয়। পরে আরাফাত কৌশলে ওই তরুণীর মোবাইল নম্বর সংগ্রহ করেন। প্রায় তাঁকে (তরুণী) উত্ত্যক্ত করতেন আরাফাত। একপর্যায়ে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। পরে বিষয়টি তরুণীর পরিবার  আরাফাতের পরিবারকে জানায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওই তরুণীকে অপহরণের হুমকি দেয়। 

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, গত ২১ মার্চ দুপুরে ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকা থেকে ওই তরুণী অপহৃত হন। এ ঘটনার দুই দিন পর তরুণীর বড় বোন আরাফাতকে প্রধান আসামি করে পল্লবী থানায় অপহরণ মামলা দায়ের করেন। 

সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার  আবাসিক এক হোটেলে অপহৃত তরুণীসহ ঘটনায় জড়িত ব্যক্তি অবস্থান করার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় হোটেল কক্ষে কৌশলে জিম্মি রাখা অবস্থায় ওই তরুণীকে উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবককে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক