হোম > সারা দেশ > কক্সবাজার

এবার রাখাইনের চাকমা-তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর ৫৬ জন আশ্রয় নিল বাংলাদেশে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে রাখাইন থেকে আসা চাকমা-তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর লোকজন। ছবি: আজকের পত্রিকা

চলমান সংঘাতের জেরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এবার চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর ৫৬ নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাঁরা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থান করছেন।

আজ সোমবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে ৫৬ জন মিয়ানমার নাগরিক অনুপ্রবেশ করে বলে জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম।

যারীন তাসনিম বলেন, বাংলাদেশে আসা মিয়ানমারের ৫৬ নাগরিকেরা হলেন চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেবে তা পরে জানানো হবে।

পালিয়ে আসা ব্যক্তিরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। এতে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে তাঁরা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। তাঁরা সেখানে কৃষি এবং জুমচাষ করে জীবনধারণ করতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, অনুপ্রবেশ করা মিয়ানমারের নাগরিকদের বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তা দিচ্ছে।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। সঠিক কতজন অনুপ্রবেশ করেছে তা পরে জানানো হবে। এর আগে কয়েক দফায় চাকমা জনগোষ্ঠীর নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করলেও তাঁদের ফেরত পাঠিয়েছে বিজিবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল