হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামু মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে মো. রিফাত নামে একজনকে ৭টি স্বর্ণের বারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ব্যাটালিয়ন। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১.১৬২ কেজি যা মূল্য ৭০ লাখ টাকা। আজ বৃহস্পতিবার ১১টার দিকে একটি সিএনজি তল্লাশি করে স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত রিফাত বান্দরবান জেলার তমব্রু পশ্চিমকুল এলাকার আব্দুর রশিদের ছেলে।

বিজিবি'র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, আন্তর্জাতিক চোরাচালানি চক্র বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

সংবাদ পেয়ে দ্রুত মরিচ্যা বাজার, মরিচ্যা গোয়ালিয়া রোড, মরিচ্যা যৌথ চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। একপর্যায়ে মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি করে যাত্রী মো. রিফাতকে স্বর্ণের বারসহ আটক করা হয়। 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এক মিয়ানমার নাগরিকের কাছ থেকে তমব্রু সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো ক্রয় করেছে রিফাত যা কর ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

আটক রিফাতকে রামু থানায় সোপর্দ করা হয়েছে এবং তাঁর কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণ কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রামু বিজিবি।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড