হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামু মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে মো. রিফাত নামে একজনকে ৭টি স্বর্ণের বারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ব্যাটালিয়ন। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১.১৬২ কেজি যা মূল্য ৭০ লাখ টাকা। আজ বৃহস্পতিবার ১১টার দিকে একটি সিএনজি তল্লাশি করে স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত রিফাত বান্দরবান জেলার তমব্রু পশ্চিমকুল এলাকার আব্দুর রশিদের ছেলে।

বিজিবি'র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, আন্তর্জাতিক চোরাচালানি চক্র বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

সংবাদ পেয়ে দ্রুত মরিচ্যা বাজার, মরিচ্যা গোয়ালিয়া রোড, মরিচ্যা যৌথ চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। একপর্যায়ে মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি করে যাত্রী মো. রিফাতকে স্বর্ণের বারসহ আটক করা হয়। 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এক মিয়ানমার নাগরিকের কাছ থেকে তমব্রু সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো ক্রয় করেছে রিফাত যা কর ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

আটক রিফাতকে রামু থানায় সোপর্দ করা হয়েছে এবং তাঁর কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণ কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রামু বিজিবি।

নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশি যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি