হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ইউপি চেয়ারম্যান ও মাদক কারবারির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার প্রতিনিধি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারে এক ইউপি চেয়ারম্যান ও এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়।

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোর বিরুদ্ধে ৭৭ লাখ ৪৪ হাজার ৬৮৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

অনুসন্ধান শেষে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়‍াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ছাড়া টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাছুরুল্লাহ হোসাইন বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করা হয়। মোহাম্মদ হোসাইন ওই এলাকার কামাল হোসাইনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মোহাম্মদ হোসাইনের সম্পদ অনুসন্ধানে ২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৩০৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে