হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ইউপি চেয়ারম্যান ও মাদক কারবারির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার প্রতিনিধি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারে এক ইউপি চেয়ারম্যান ও এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়।

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোর বিরুদ্ধে ৭৭ লাখ ৪৪ হাজার ৬৮৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

অনুসন্ধান শেষে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়‍াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ছাড়া টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাছুরুল্লাহ হোসাইন বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করা হয়। মোহাম্মদ হোসাইন ওই এলাকার কামাল হোসাইনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মোহাম্মদ হোসাইনের সম্পদ অনুসন্ধানে ২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৩০৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক