হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ১২ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টি, জনজীবনে স্বস্তি 

কক্সবাজার প্রতিনিধি

দীর্ঘ এক মাস ধরে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে।

তবে জেলার আট উপজেলায় উপকূলীয় এলাকায় লবণ উৎপাদনে বিঘ্ন ঘটেছে। অনেক জায়গায় ঝোড়ো হাওয়ায় পাকা বোরো ধান ও সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় বাড়ি-ঘর উপড়ে গেছে। 

কক্সবাজার শহরের পর্যটন ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর বলেন, কয়েক দিনের তীব্র দাবদাহের কারণে পর্যটনশিল্পে ধস নেমেছে। ছুটির দিনেও কক্সবাজারে কাঙ্ক্ষিত পর্যটক ঘুরতে আসেনি। 

শহরের কালুর দোকানের বাসিন্দা তারেকুর রহমান নামের বলেন, টানা দাবদাহের কারণে অসহনীয় গরম পড়েছিল। সামান্য বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। 

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারে গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। আর বৃষ্টি চলাকালীন দুপুর ১২টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। 

তিনি বলেন, বৃষ্টি আগামীকাল শুক্রবারও থাকার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২