হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ ছেলের

কক্সবাজার প্রতিনিধি

মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করা হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। ছবি: সংগৃহীত

কক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ বলেন, দীর্ঘদিন ধরে আবিদ মাদকাসক্ত। প্রায় সময় নেশার টাকা জোগাড়ের জন্য মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শুক্রবার রাতেও টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে আবিদ।

তিনি বলেন, ঘটনার সময় আবিদ ও তার মা বাড়িতে ছিলেন। বাবা নিয়াজ আহমেদ অসুস্থ। তিনি চট্টগ্রামে মেয়ের বাসায় চিকিৎসার জন্য অবস্থান করছেন। নিহত আনোয়ারা বেগমের মুখ, মাথা ও হাতে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আবিদ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি