হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ ছেলের

কক্সবাজার প্রতিনিধি

মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করা হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। ছবি: সংগৃহীত

কক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ হত্যার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ বলেন, দীর্ঘদিন ধরে আবিদ মাদকাসক্ত। প্রায় সময় নেশার টাকা জোগাড়ের জন্য মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শুক্রবার রাতেও টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে আবিদ।

তিনি বলেন, ঘটনার সময় আবিদ ও তার মা বাড়িতে ছিলেন। বাবা নিয়াজ আহমেদ অসুস্থ। তিনি চট্টগ্রামে মেয়ের বাসায় চিকিৎসার জন্য অবস্থান করছেন। নিহত আনোয়ারা বেগমের মুখ, মাথা ও হাতে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আবিদ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে